ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রংপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২৬ এপ্রিল ২০১৮

রংপুরে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছেন। নিহতদের মধ্যে একজন নয় মাসের অন্তঃসত্ত্বা। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহাদেবপুর চওড়াপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। তাদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালকের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোসাদ্দেক আজাদের স্ত্রী মনি বেগম (২০), মনির চাচি অফিয়া খাতুন (৫০) ও অ্যাম্বুলেন্সের সহকারী তুষার (১৮)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আব্দুর রাজ্জাক আরো জানান, অন্তঃসত্ত্বা মনি ও তার তিন আত্মীয়সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে চওড়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মনি ঘটনাস্থলেই মারা যান। আহত অপর পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

চিকিৎসাধীন তিনজনের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

সি জানান, নিহতদের লাশ ওই হাসপাতালের হিমঘরে রয়েছে। আর অ্যাম্বুলেন্স ও ট্রাকটি পুলিশ থানায় নিয়ে এসেছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি