ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিলেটে ছুরিকাঘাতে যুবককে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২৭ এপ্রিল ২০১৮

সিলেট নগরের কাজিরবাজার ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

নিহত আলী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই পলাশ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কাজিরবাজার ব্রিজ এলাকায় আলী নামের ওই যুবককে ছুরিকাহত করা হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি