ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৭ এপ্রিল ২০১৮

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সিটি কর্পোরেশনের বোর্ডবাজার ও শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এসব ঘটনা ঘটে। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- রিকশা চালক মিলন মিয়া (৩৮)। তার বাড়ি নওগাঁ জেলায়। এবং আরেকজন হলেন, ময়মনসিংহের তারাকান্দা থানার কানোয়ার এলাকার শামসুদ্দিনের ছেলে সুজন মিয়া (১৪)।

নাওজোর হাইওয়ে থানার ওসি মো. অহিদুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের বোর্ডবাজার এলাকায় একটি রিকশা এক লেন থেকে আরেক লেনে যাওয়ার সময় এনা পরিবহনের একটি বাস ওই রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মিলন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

এদিকে শ্রীপুর থানার এসআই মো. মহসিন মিয়া জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সুজন মিয়া বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক তার বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সুজন মারা যায়। সুজন জৈনাবাজার একটি খাবার হোটেলে হোটেলবয় হিসেবে কাজ করতো।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি