ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২৭ এপ্রিল ২০১৮

বগুড়ার শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুলবুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি