ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হত্যা-অপহরণ-চাঁদাবাজি নিত্য দিনের ঘটনা পার্বত্যাঞ্চলে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ২৭ এপ্রিল ২০১৮

পার্বত্য শান্তিচুক্তির ২১ বছরেও অস্থিরতা কাটেনি পার্বত্যাঞ্চলে। হত্যা-গুম, অপহরণ আর চাঁদাবাজি হয়ে ওঠেছে নিত্য দিনের ঘটনা। অপহরণের একমাস পর সম্প্রতি ফিরিয়ে দেওয়া হয় হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দোয়াসোনা চাকমা ও মন্টি চাকমাকে। অপহৃতদের অভিযোগ, তাদের অপহরণ করেছিলো এম এন লারমাপন্থী জেএসএস সমর্থিত ইউপিডিএফের একটি বিদ্রোহী গ্রুপ। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তদল গণতান্ত্রিক ইউপিডিএফ।

সবুজ প্রকৃতির অনিন্দ্য সুন্দর জনপদ পার্বত্য জেলাগুলো। কিন্তু বছর জুড়ে হত্যা, গুম, খুন, অপহরণ আর চাঁদাবাজির ঘটনায় ভীতিকর অবস্থা পাহাড় জুড়ে। সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর স্থানীয়দের তথ্যানুসারে, গত এক বছরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে অন্তত ৩৬ জন। অপহরণের ঘটনা ঘটেছে একশ’র বেশি। এছাড়া রয়েছে চাঁদাবাজি আর হুমকির ঘটনা।

গত ১৮ মার্চ রাঙামাটি থেকে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী দোয়াসোনা চাকমা ও মন্টি চাকমাকে অপহরণ করা হয়। তাদের ফিরিয়ে দেওয়া হয় ৩৩ দিন পর। শারীরিকভাবে নির্যাতন না করলেও একমাসে রাঙামাটি ও খাগড়াছড়িতে ৫টি স্থান পরিবর্তন করে তাদের রাখা হয়। অপহরণের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে ফিরছে তাদের।

অপরদিকে অপহরণের অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের সদস্য সচিব জানান, তার দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে।

এদিকে, দোয়াসোনা চাকমা ও মন্টি চাকমা অপহরণের ঘটনার পর জেএসএস- গণতান্ত্রিক ইউপিডিএফ ও ইউপিডিএফের মধ্যে পাল্টাপাল্টি হামলা, অপহরণ ও হত্যার ঘটনা ঘটছে। সংগঠনগুলোর মুখোমুখি অবস্থানের কারণে আতঙ্ক যেনো ছাড়ছেই না পাহাড়ে।

ভিডিও:

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি