ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কেসিসি নির্বাচন

যানজট নিরসনের আশ্বাস মেয়র প্রার্থীদের [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৫:০৪, ২৭ এপ্রিল ২০১৮

খুলনার যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুই দলের মেয়র প্রার্থীরা। নগরীতে চলছে প্রায় ৫০ হাজার অবৈধ যানবাহন। ফলে প্রতিদিনই সৃষ্টি হয় ভয়াবহ যানজট। সড়কের শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্বাচনী প্রতিশ্রুতি আছে প্রার্থীদের।

নগরীর যানজট সমস্যা ও যানবাহন নিয়ন্ত্রণে ২০১১ সালে তৎকালিন মেয়র তালুকদার আব্দুল খালেক ১ হাজার ৯শ ৬৩ লাইসেন্স প্রদান করেন। কিন্তু এরপর আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নগরীতে বেড়েছে ইজিবাইকের সংখ্যা। এর সঙ্গে যোগ হয়েছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিক্সা ও মহেন্দ্র।

এসব যানবাহনের নেই কোনও বৈধ কাগজপত্র। চালকদেরও নেই লাইসেন্স। অদক্ষ চালক এবং বেপরোয়া চলাচলের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

মহানগরীকে অবৈধ যানবাহন মুক্ত করতে গত ৫ বছরে ৮ দফা বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এবারের নির্বাচনে যানজটমুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি মেয়র প্রার্থীদের।

শুধুই প্রতিশ্রুতি নয়, দুর্ঘটনা এড়াতে ও যানজট মুক্তনগরী গড়তে নতুন মেয়র কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা ১৬ লাখ নগরবাসীর।

ভিডিও:

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি