ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ৭ স্বর্ণের বারসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২৭ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ৭টি স্বর্ণের বারসহ শাহীন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। জব্দ হওয়া স্বর্ণের বারের ওজন প্রায় ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক শাহীন হোসেন টাঙ্গাইলের মির্জাপুর থানার মৃত আমির উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কাঁঠালতলা এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল। এ সময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা নিউ মডার্ন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে বাসযাত্রী শাহীনকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৭টি স্বর্ণের বার পাওয়া যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি