ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লাশবাহী অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে ২জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২৭ এপ্রিল ২০১৮

অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পথে লাশ হতে হলো মৃতের স্বজনদের।বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে একটি লাশবাহী এ্যাম্বুলেন্স ও একটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমখি সংঘর্ষে এ্যাম্বুলেন্স’র চালকসহ দু’জন নিহত হন। এসময় আরও দু’জন আহত হয়।

বগুড়া হাইওয়ে পুলিশের এসআই সুলতান মাহমুদ জানান, শুক্রবার দুপুর ১২টায় ঢাকা থেকে নওগাঁর বদলগাছি যাওয়ার পথে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো উ-১৪-২০২৮) লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-২৫০৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়।

এ্যাম্বুলেন্সটি মরদেহ নিয়ে নওগাঁর জেলার বদলগাছিতে যাচ্ছিল। এসময় দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

 চালক (অজ্ঞাত) এবং মরদেহের সাথে আসা স্বজন ভগ্নিপতি মামুনুর রশিদ (৪০) ঘটনাস্থলে নিহত হয়। তাদের  বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। এ্যাম্বুলেন্সের যাত্রী ফারজানা ববি নিপা (৩০) ও তার শাশুড়ী রুনা লায়লা (৫৬) আহত হয়।

হাইওয়ে পুলিশের এসআই আরও জানান,  ট্রাকটি আটক করা হয়েছে। তবে  ট্রাক চালক পলাতক রয়েছে। আহতরা বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি