ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ৫০ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৪৩, ২৭ এপ্রিল ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা।

স্থানীয়রা জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ক’দিন ধরেই শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহসড়কে সিএনজি অটোরিকশা চলাচল নিয়ে উত্তেজনা ছিল। শুক্রবার পরিবহন শ্রমিকরা মহাসড়কে আন্দোলন শুরু করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এতে ১০ পুলিশসহ অন্তত ৫০জন আহত হয়।

সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, নরসিংদীর শীলমান্দীতে যুবলীগ নেতা মাহমুদুল হাসান সৈকতের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী। তাদের বিক্ষোভের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি