ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

খাদ্যে বিষক্রিয়া দেখলেই কঠোর শাস্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২৭ এপ্রিল ২০১৮

ফলমূল ও খাদ্যে কোনো ধরণের বিষক্রিয়া দেখলেই অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। শার্শায় নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবসের এক অনুষ্ঠানে তিনি এমন হুশিয়ারি দেন।

‘কৃষিই সমৃদ্ধি, বালাই মুক্ত ও নিরাপদ আম” এই প্রতিপাদ্যে শার্শা উপজেলার বাগআঁচড়ায় নিরাপদ ফসল (আম ও সবজি) উৎপাদনের উপর চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাগআঁচড়া জিবলীতলা মোড়ে দুই শতাধিক কৃষক এতে অংশ নেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় পুলক কুমার হুশিয়ারি করে বলেন, খাদ্যে কোন প্রকার বিষক্রিয়া বা গাফিলতি লক্ষ্য করা গেলে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের পথ থেকে সরে এসে নিরাপদ কৃষি ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন ও আগামী অল্প কয়েকদিন পরে বাজারের যে আম রপ্তানি করবে সেই আমে স্প্রে করা থেকে বিরত থাকার জন্য কৃষকদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির,উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার সলিডারিডাড, এশিয়া নেটওয়ার্কের কমেডিটি ম্যানেজার ড. নাজমুন নাহার ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হুমাউন কবির।

এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ইয়াকুব হোসেন বিশ্বাস, মিজানুর রহমান মন্ডল, ইদ্রিস আলী বিশ্বাস, আব্দুল, রফিক, ইউপি সদস্য আবু তালেব, আশাদুল ইসলাম, মোজাম গাজী, আরিনা খাতুন, কৃষক ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সফল প্রকল্প, সলিডারিডাড এশিয়া নেটওয়ার্ক ও উত্তরণের সহযোগিতায় সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এএসএম কামরুজ্জামান।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি