ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিটি নির্বাচন ঘিরে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ২৭ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার-গণসংযোগ চালাচ্ছেন প্রধান রাজনৈতিক দলগুলোর মেয়র প্রার্থীরা।

নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। আর নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরো জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।

গাজীপুর সিটিতে ১৫ মেরে নির্বাচনে দলের অবস্থান শক্ত করতে প্রার্থীরা লড়ছেন পাল্লা দিয়ে। প্রতীকের লিফলেট হাতে নেমেছেন গনসংযোগে।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম তার বাসায় স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় করেন। পরে কর্মী-সমর্থকদের নিয়ে নৌকা মার্কার প্রচার চালান। এসমন তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আছে জনগন।

এদিকে সকালে টঙ্গীর মধ্য খাইলকুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

তিনি বলেন, ভোটের সঠিক পরিবেশ দিতে না পারলে নির্বাচন কমিশনকে খেসারত দিতে হবে।

প্রার্থীদের পক্ষে সিটির বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকরাও জোড় প্রচারণা চালাচ্ছেন।

ভিডিও: 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি