ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে সড়কের বেহালদশা, ঘটছে দুর্ঘটনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৯ এপ্রিল ২০১৮

ময়মনসিংহের ত্রিশাল থেকে বালিপাড়া হয়ে গফরগাঁও উপজেলা সদর পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেহালদশায় ঘটছে দুর্ঘটনাও।

ত্রিশাল থেকে বালিপাড়া হয়ে গফরগাঁও উপজেলা সদর, প্রায় ৩০কিলোমিটার সড়কের   বেশিরভাগই এরকম।

দু’পাশের মাটি সরে যাওয়ায় ভেঙে পড়েছে সড়ক। রাস্তার মাঝে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত।

এই সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার আগেই সড়কটি সংস্কার ও মেরামতের দাবি তাদের।

এদিকে সড়কের বেহাল দশার কথা স্বীকার করে দ্রুত মেরামতের ব্যবস্থার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে সড়ক সংস্কার বাস্তবায়ন চায় সাধারণ মানুষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি