ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভারি বৃষ্টিপাত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৯ এপ্রিল ২০১৮

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। এদিকে, ভারি বর্ষণের কারণে দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ।

রোববার সকালে হঠাৎ ঘনকালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। ধীরে ধীরে মেঘ আরও ঘনীভূত হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বর্ষণ।

ভারি বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন পথচারীরা।

এদিকে, আরো দু’দিন রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

ঝড়ের সময় বজ্রপাত থেকে রেহাই পেতে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়া কর্মকর্তা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি