ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিজিবি মোতায়েন হচ্ছে খুলনা সিটি নির্বাচনে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ৩০ এপ্রিল ২০১৮

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ১৩ মে থেকে খুলনায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

এদিকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থীরা। রোববার জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের বিভাগীয় সমন্বয় কমিটির সভায় যোগ দেন নির্বাচন কমিশনার।

নির্বাচনে বিজিবি, র‌্যাবসহ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম থাকবে বলে জানান তিনি। স্থানীয় সরকারের এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না বলেও জানান নির্বাচন কমিশনার।

নির্বাচন সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। আর নগরীর গল্লামারী ও পাইকারি কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। এ’সময় নগরীর উন্নয়নে বিভিন্ন আশ্বাস দেন তারা।

এছাড়া, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ১১ দফা দাবি মানা না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে পাটকল শ্রমিকরা। আর তাদের দাবি আদায়ে কার্যকর উদ্যোগের আশ্বাস দিয়েছেন মেয়র প্রার্থীরা। শ্রমিকদের জীবনমানের উন্নয়নে পদক্ষেপ নেয়ার কথাও জানান মেয়র প্রার্থীরা।

 ভিডিও:

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি