ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ৩০ এপ্রিল ২০১৮

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ইউসুফপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের মৃত মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশীদ (৪২) ও বাঘা উপজেলার জিন্নাতের আলীর ছেলে মাসুদ রানা (৩২)।

বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে ভুয়া ডিবি পরিচয়ে মাসুদ ও মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের সহযোগী বাঘা উপজেলার পারুল, লিখন, পুঠিয়া উপজেলার ইউসুফের ছেলে সুজন, চারঘাট উপজেলার শিবপুর এলাকার আনিসুর রহমানের ছেলে মিলন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রোববার বিকেলে সুমন ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। সেই সঙ্গে অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাসুদ রানা ও মামুনুর রশীদ রাজশাহী শহরসহ বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট, মানবাধিকার কর্মী, সাংবাদিক আবার কোথাও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষকে ভয় দেখানো ও প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করতো। তারা সাত আটজন মিলে সংঘবদ্ধভাবে মাইক্রোবাস, বড় ক্যামেরা, আইডি কার্ড ঝুলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান যেতো।

মামলার বাদী সুমন ইসলাম জানান, মাসুদ ও মামুনুর রশীদ তাকে ডিবি পরিচয় দিয়ে ইউসুফপুর বিজিবি ক্যাম্পের কাছে দেখা করতে বলে। সে দেখা করতে গেলে মাসুদ ও তার দল ভয় দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে আপত্তি জানালে তারা তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকায় বিষয়টা জানাজানি হয়ে গেলে লোকজন জড়ো হয়। বিপদ বুঝতে পেরে প্রতারকদের কয়েকজন পালিয়ে যায়। পরে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি