ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সড়কের বেহাল দশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৪৫, ৩০ এপ্রিল ২০১৮

সিটি কর্পোরেশন হওয়ার ৫ বছর পরও গাজীপুরে লাগেনি তেমন উন্নয়নের ছোয়া। জলাবদ্ধতা ও ভঙ্গুর রাস্তা নিয়ে যে সিটি কর্পোরেশনের যাত্রা শুরু, দীর্ঘদিনেও তা আছে আগের মতোই। অনেক সড়ক সারা বছরই তলিয়ে থাকে পানির নিচে।

এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার সমস্যা তো আছেই। এসব নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে সাধারন মানুষ। আসন্ন নির্বাচনে শুধু প্রতিশ্রুতিতে ভুলতে চায় না তারা।

স্থানীয়রা জানিয়েছে, সড়কের দুরাবস্থার কারণে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বার বার জনপ্রতিনিধির কাছে গেলেও সুফল মেলেনি।

গাজীপুরের বেশ কয়েকটি সড়কে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। এছাড়া জলাবদ্ধতা আর আবর্জনার দুর্গন্ধ নগরবাসীর নিত্যসঙ্গী।

তবে সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিশ্রুতি আর পরিকল্পনার ফুলঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।

নগরীর উন্নয়নে কাজ করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেয়ার কথা জানিয়েছে ভোটাররা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি