ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে একই মঞ্চে দুই দলের মেয়র প্রার্থীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:১৬, ৩০ এপ্রিল ২০১৮

নির্বাচনী প্রচার- প্রচারণায় সরগরম গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন এলাকা। গাজীপুরে সুজনের আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা নগরীর উন্নয়নে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন। অপরদিকে, খুলনায় বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী।

জয়দেবপুর কনভেনশন সেন্টারে সুশাসনের জন্য নাগরিক- সুজনের আয়োজনে জনতার মুখোমুখি হন গাজীপুর সিটির ৭ মেয়র প্রার্থী। নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেবেন, ভোটারদের সামনে সেসব পরিকল্পনা তুলে ধরেন তারা।

আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, নগরীর রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও শিল্পের উন্নয়নে যুগোগযোগী পদক্ষেপ নেবেন তিনি। উদ্যোগী হবে মানবিক সমাজ গঠনে।

বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যা সমাধানে সুস্পষ্ট মাস্টারপ্ল্যানের মাধ্যমে গাজীপুরকে আধুনিক নগরীতে পরিণত করবেন তিনি।

এদিকে, খুলনা নগরীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক শিপইয়ার্ড এলাকায় গণগংযোগ করেন। খুলনার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করার প্রত্যয় জানান তিনি।

১৮ নম্বর ওয়ার্ডের ট্রাক টার্মিনাল কাঁচাবাজারে পথসভার পর, গণসংযোগ করেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নগরীর উন্নয়নের ভোটারদের সমর্থন চান তিনি।

আধুনিক, বাসযোগ্য খুলনা নগরী গড়ে তোলার প্রতিশ্র“তি দিয়েছেন দুই মেয়র প্রার্থী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি