ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১ মে ২০১৮

ময়মনসিংহ সদর ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার ময়মনসিংহ শহরের পাটগুদাম, দাপুনিয়া ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজিরবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের মোড়ে ট্রাক চাপায় শাহিন (৩০) নামে এক রিকশাচালক নিহত হন। নিহত শাহিনের বাড়ি তারাকান্দা উপজেলায়। এ দুর্ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের সদর উপজেলার দাপুনিয়ায় ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ফ্রিজমিস্ত্রি মারা গেছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।

ভালুকা থানা পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ূন কবীর নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হুমায়ূন গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

এছাড়া সকাল ৯টার দিকে একই সড়কের ভরাডোবায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মারা গেছেন। এতে আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি