ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ১ মে ২০১৮

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালুখালীর বৃষ্ণপুর এলাকার নজরুলের ছেলে রকি ও একই এলাকার হেলালের ছেলে তুহিন।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম জানান, বিকেলে মাঝবাড়ী এলাকায় সোনাপুরের দিক থেকে আসা একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি