ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুর সিটি নির্বাচন

জনতার মুখোমুখি প্রার্থীরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১ মে ২০১৮

সিটি নির্বাচনের প্রচার-প্রচারণায় সরগরম গাজীপুর। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সুজনের আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে নগরীর যানজট, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধান চান সাধারণ ভোটাররা। উত্তরে সমস্যা সমাধানে ও নগরীর উন্নয়নে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন মেয়র প্রার্থীরা।

জয়দেবপুর কনভেনশন সেন্টারে সুশাসনের জন্য নাগরিক- সুজনের আয়োজনে জনতার মুখোমুখি হন গাজীপুর সিটির ৭ মেয়র প্রার্থী। বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে প্রায় আড়াই ঘণ্টা।

অনুষ্ঠানে নগরীর যানজট, জলাবদ্ধতা, বর্জ্যব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা উল্লেখ করে মেয়র প্রার্থীদের কাছে সমাধান জানতে চান ভোটাররা।নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেসব পরিকল্পনা তুলে ধরেন ৭ মেয়র প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, নগরীর রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও শিল্পের উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নেবেন তিনি।

অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, মাস্টারপ্ল্যানের মাধ্যমে গাজীপুরকে আধুনিক নগরীতে পরিণত করবেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ সুশিল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

ভিডিও:

 

একে//টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি