ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২ মে ২০১৮ | আপডেট: ১৬:২৬, ২ মে ২০১৮

ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার লাউদিয়া এলাকার আসালাম হোসেন (২৮) ও মাহাবুল হোসেন (২৯)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশার আরও সাত যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 একে// এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি