ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৩ মে ২০১৮

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকচাপায় খাদেমুল ইসলাম (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল কুদ্দুস (৪৭) নামের আরেক কনস্টেবল।

বুধবার দিবগত রাত ২টার দিকে উপজেলার শিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা চারঘাট মডেল থানায় দায়িত্বরত ছিলেন।

নিহত খাদেমুল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার মৃত নেফাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। আহত আব্দুল কুদ্দুসকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বুধবার রাত ২টার দিকে মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ওই দুই পুলিশ সদস্যকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান খাদেমুল ইসলাম। এ ঘটনায় চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি