ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ৪ মে ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে জাফর মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গড়কাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাফর মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গড়কাটি গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে বলে জানা গেছে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যাদুকাটা নদীতে বারকি নৌকার পানি সেচ করতে গিযেছিলেন বালি-পাথর উত্তোলকারী শ্রমিক জাফর। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি