ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৪ মে ২০১৮

চট্টগ্রামের হালিশহর এলাকার এক বাসায় অভিযান চালিয়ে ১৩লাখ পিস ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে হালিশহরের শ্যামলী আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. আশরাফ (৪৮) ও তার ভাই মো. হাসান (২৪) পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ওই বাসায় তল্লাশি চালিয়ে প্রথমে ঘরের ভেতরে তিন লাখ ইয়াবা পান তারা। পরে জিজ্ঞাসাবাদে আশরাফ ও হাসানের দেওয়া তথ্যে বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেট কার থেকে আরও ১০ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান পরিদর্শক কামরুজ্জামান।

টিআর/ এমজে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি