ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চাঁপাইয়ে জমির বিরোধে সৎভাইকে হত্যার অভিযোগ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৪ মে ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর আলম নামের ডিম বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সৎভাই কেতাব আলীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীটোলা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বাইসাইকেল, একটি মোবাইল ও তার কাছে থাকা ৩৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বিশারত আলীর ছেলে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, প্রতিদিনের মতো ডিম বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে চৌধুরীটোলা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা কেতাব আলী স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।   

একে//এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি