ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রচারণায় জমে উঠেছে কেসিসি নির্বাচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ৪ মে ২০১৮

ভোটের দিন ঘনিয়ে আসছে। প্রার্থীদের প্রচারণায় তাই জমে উঠেছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। মেয়র প্রার্থীদের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে কাউন্সিলর প্রার্থীরাও। জয়ের আশায় ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।

প্রথমবারের মত নগরীতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন। তাই খুলনা এখন উৎসবের নগরী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রতীকের পক্ষে ভোট চাইছেন প্রার্থীরা।

বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীদের মতই স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদী। প্রচারণায় পিছিয়ে নেই নারী কাউন্সিলর প্রার্থীরাও। ভোটারদের মন জয় করতে সব ধরণের কৌশলই কাজে লাগাচ্ছেন তারা। 

নগরীর জলাবদ্ধতা দূর করাসহ শতভাগ নাগরিক সেবা চান ভোটাররা।

উল্লেখ্য, আগামী ১৫ মে ভোটাররা নির্বাচিত করবেন একজন নগর পিতা, ৩১ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।

একে//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি