ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে সন্ত্রাসী হামালায় পাঁচজনের মৃতদেহ হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৫ মে ২০১৮

রাঙামাটির নানিয়ারচরে সন্ত্রাসী হামলায় নিহত ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ (বর্মা) পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এসব লাশ হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মো. সাহাদাত হোসেন টিটো বলেন, তপন জ্যোতি চাকমাসহ পাঁচজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন- ইউপিডিএফের (গণতন্ত্র) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বরমা, সুজন চাকমা, প্রণব চাকমা, সেতু চাকমা ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালক মো. সজীব।

উল্লেখ্য, শুক্রবার দুপুরের দিকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফের (গণতান্ত্রিক) শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মাসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা অপর নয়জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি