ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মা-মেয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৫ মে ২০১৮

ফেনীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ফুলাগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী হাছিনা আক্তার ও তাদের শিশু কন্যা উম্মে হাফসা।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে অটোরিকশায় করে হাছিনা মেয়েকে নিয়ে ফুলগাজী যাচ্ছিলেন। পথে কাজিরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা উত্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও মেয়ে।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি