ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ফসলের মাঠে হাত-পা বাঁধা গলাকাটা ৪ লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ৭ মে ২০১৮

বগুড়ার শিবগঞ্জে একটি ফসলের মাঠ থেকে হাত-পা বাধা অবস্থায় গলাকাটা চার ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে লাশগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। পরনে ছিল প্যান্ট, গায়ে গেঞ্জি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী চার ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিবগঞ্জের আটমুল ইউনিয়নের ডাবুর বিলের ফসলের মাঠ থেকে লাশগুলো দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সেগুলো উদ্ধার করে। তিনি আরও জানান, লাশগুলো হাত পা বাঁধা অবস্থায় ছিল।
পুলিশ ধারণা করছে, অন্য কোথাও তাদের হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি