ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিনা টিকিটে রেল ভ্রমণ : ৩১০ যাত্রীকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৮ মে ২০১৮

বিনা টিকিটে ভ্রমণের দায়ে রেলওয়ে পাকশী বিভাগের আওতায় চারটি যাত্রীবাহী ট্রেনের ৩১০ যাত্রীকে ভাড়াসহ জরিমানা করা হয়েছে। এসব যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ ৯৭ হাজার ২৫০ টাকা আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। অভিযান চালানো ট্রেনগুলো হলো- খুলনা থেকে রাজশাহীগামী ৭১৫ নং আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, দিনাজপুর থেকে ঢাকাগামী ৭৫৮ নং দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটিগামী ৭৩৩-৭৩৪ নং তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী থেকে ঢাকাগামী ৭৬০ নং পদ্মা এক্সপ্রেস।
অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল ওয়াহাব, লুৎফর রহমান, উৎপল রায় প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিনা টিকিটে ট্রেনে ওঠা ৩১০ যাত্রীর কাছ থেকে জরিমানা বাবদ ৩৩ হাজার ৫০০ টাকা এবং ভাড়া বাবদ ৬৩ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি