ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ব্যস্ততা বাড়ছে খুলনা সিটির নারী প্রার্থীদের [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৮ মে ২০১৮

নির্বাচন যতই দিন ঘনিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে খুলনার সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থীদের। গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে, নির্বাচনী এলাকা বড় হওয়ায় সব ভোটারদের কাছে পৌছাতে পারছেন না তারা। খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেনের প্রতিবেদন।

নির্বাচনের বাকি আর মাত্র আট দিন। তাই চায়ের দোকান থেকে বৈঠকখানা, সরগরম নির্বাচনী প্রচারে। তবে মাইকে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নাম শুনলেও এখনও দেখা মেলেনি বলে জানালেন ভোটাররা।

এদিকে, তিন থেকে চারটি সাধারণ ওয়ার্ড মিলে একটি সংরক্ষিত ওয়ার্ড হওয়ায় সব ভোটারদের কাছে পৌছাতে পারছেন না মহিলা কাউন্সিলর প্রার্থীরা। স্বল্প সময়ে সব ভোটারদের কাছে যেতে না পারায় আক্ষেপও আছে।

নারী নেত্রীরা মনে করেন, সংরক্ষিত আসনের বর্তমান বিন্যাস নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা।

সাধারণ কাউন্সিলদের চেয়ে ক্ষমতা কম থাকার কারণে প্রতিশ্রুতি দেয়ার ক্ষেত্রে এই প্রার্থীদের সীমাবদ্ধতা আছে বলে মনে করেন নারী নেত্রী সুতপা বেদজ্ঞ।

তবে সংরক্ষিত নারী কাউন্সিলদের যথাযথো ক্ষমতা দিলে জনপ্রতিনিধিত্ব ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 ভিডিও: 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি