ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

৪ মৃতদেহের ২ জনের পরিচয় মিলেছে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ৮ মে ২০১৮

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া ৪ মৃতদেহের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এক জনের নাম শাহাবুল হোসেন, অন্যজন জাকারিয়া। তাদের বাড়ি শিবগঞ্জে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে সিআইডি ও পিবিআই।

সোমবার সকালে তেবাড়িয়া ডাবুইল গ্রামের বিলে ধান কাটতে গিয়ে কৃষকরা ৪টি জবাই করা মৃতদেহ দেখতে পায়। পুলিশে খবর দিলে, মরদেহগুলো উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এখনো খুনের কারণ নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে গ্রেফতার বা আটকও করা হয়নি। জুয়া ও মাদক ব্যবসা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

খুনের ঘটনায় শিবগঞ্জের তেবাড়িয়া এলাকায় আতংক বিরাজ করছে।

 

 

 টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি