ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বরিশালে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৯ মে ২০১৮

বরিশালে কীর্তনখোলা ও সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা। এতে ভাঙ্গছে নদীতীর। হুমকির মুখে পড়ছে আবদুর রব  সেরনিয়াবাত ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু।

দেশের দক্ষিনাঞ্চলে নদী ভাঙ্গন রোধে প্রতি বছরই ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু পাওয়া যাচ্ছে না কাংখিত সুফল। স্থানীয়রা বলছেন, বালুখেকোদের দৌরাত্বে কোন পরিকল্পনাই কাজে আসছেনা।

বালু উত্তোলনকারিদের দৌরাত্বে ভাঙ্গছে জনপদ। ঝুঁকিতে দুইটি সেতু।

স্থানীয়দের অভিযোগ, তবুও টনক নড়ছেনা প্রশাসনের। প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে অপরিকল্পিত ড্রেজিং চলছেই।

নদী বন্দর কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে বালু যারা তুলছে তাদের ব্যবস্থা নেয়া হবে।

অনুমোদন ছাড়া যারা বালু তোলা বন্ধ না হলে যেকোন সময় বড় ধরণের বিপর্যয়ের আশংকা করছে নদী তীরে বসবাসকারিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি