ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নির্বাচনে ভোট দিবে আটকে পরা পাকিস্তানি ভোটাররা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৯ মে ২০১৮

দ্বিতীয় বারের মত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিবে আটকে পরা পাকিস্তানি ভোটাররা। ক্যাম্পের পরিবেশসহ নাগরিক সেবার মান উন্নয়ন করবেন এমন একজন জনপ্রতিনিধি চান তারা। আর সমর্থন আদায়ে নানা প্রতিশ্র“তি প্রতিদ্বন্দী দুই মেয়র প্রার্থীর।

নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার না করায় পুরো ক্যাম্পই যেন ময়লার স্তুপ। বছরের পর বছর ধরে নষ্ট টিউবওয়েল মেরামত না হওয়ায় রয়েছে সুপেয় পানির সংকট। এভাবেই চলছে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানী এসব নাগরিকের জীবন।

এবারের নির্বাচনে তাই নিজেদের ভাগ্যোন্নয়নে কাজে আসবে এমন প্রার্থী চান তারা। 

ক্যাম্পের উন্নয়নে গত বছরও নানা আশ্বাস পেয়েছিলেন, কিন্তু পরে আর তা বাস্তবায়ন হয়নি। ফলে ভোগান্তির শেষ নেই এখানকার বাসিন্দাদের।

সমর্থন আদায়ে নানা আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। তুলে ধরছেন নানা পরিকল্পনা।

নগরীতে আটকে পরা পাকিস্তানি ভোটার রয়েছে ১০ হাজারেরও বেশি। তাই সমর্থন আদায়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়ী নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। আর প্রতিশ্রুতি বাস্তবায়ন চান এখানকার বাসিন্দারা। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি