ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ১২ স্বর্ণের বার উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৯ মে ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকা থেকে ১২টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে পাচারকারী চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি বিজিবি।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খলশি বাজারের ইটভাটা নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিমি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিপি জানতে পারে স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের সুবেদার আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে খলশি ইটভাটা নামক স্থানে অভিযান চালায়। এ সময় একজন লোক একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে সেটি ক্যাম্পে নিয়ে দেখা যায় ওই পোটলার মধ্য থেকে ১২টি স্বর্ণের বার রয়েছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি