ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৯ মে ২০১৮

হবিগঞ্জের বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয় কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে তারা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে,  বুধবার দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে তুমুল কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময়ে ঝড়ে ধান কাটা অবস্থায় ছয়জন কৃষক বজ্রপাতে মারা যান।

এরই মধ্যে বানিয়াচংয়ের মাকালকান্দি  হাওরে দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে স্বপন দাশু (৩৫)। একই উপজেলার নূরপুর হাওরে সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি এলাকার বাসিন্দা জয়নাল উদ্দিন (৬০) মারা যান। এ দুটি স্থানে আহত হন আরও ছয়জন।

এছাড়া নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর  গ্রামের হাওরে নারায়ন পাল (৪০) ও আমড়াখাই হাওরে হাবিব উল্লাহর ছেলে আবু তালিব (২৫) বজ্রপাতে মারা যান।

অপরদিকে লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে সফি মিয়া (৫৫) ও মাধবপুর উপজেলার পিয়াইম হাওরে রাম কুমার সরকারের ছেলে জোহর লাল সরকার (১৮) বজ্রপাতে মারা যান।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের বজ্রপাতের তথ্য সংগ্রহের দায়িত্বরত কর্মী আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেআই/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি