ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ঢাকা-চুয়াডাঙায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১০ মে ২০১৮

রাজধানীর বাড্ডার আফতাবনগর ও চুয়াডাঙার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। বাড্ডায় ডিবি পুলিশের অভিযানে শাফায়াত (৩০) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে চুয়াডাঙায় নিহত ব্যক্তি ডাকাত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোর ৫টায় এবং গতকাল বুধবার রাতে ‘বন্দুকযুদ্ধের’ এসব ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম জানান, বৃহস্পতিবার ভোররাতে আফতাবনগরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে সাফায়েত তামরিন নামের এক যুবক গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সাফায়েতকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে চুয়াডাঙার সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আহসান হাবীবের ভাষ্য, অস্ত্র ও ডাকাতিসহ নয়টি মামলার আসামি ও এলাকার চিহ্নিত জামু-কামরুল বাহিনীর সক্রিয় সদস্য মিরাজুল ইসলামকে গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা মডেল থানার পুলিশ গ্রেফতার করে। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে রাইফেলের দুটি কার্তুজ পাওয়া যায়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কথা স্বীকার করেন।

পরে এসআই আব্বাস উদ্দিন ও কয়েকজন পুলিশ মিরাজুলকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হন। মিরাজুলের গ্রাম হাতিভাঙ্গায় যাওয়ার সময় গোবিন্দহুদা ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়লে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় দুর্বৃত্তরা পাল্টা গুলি ছোড়ে। এতে পুলিশের সঙ্গে থাকা মিরাজুল দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আউলিয়ার রহমান তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, রাইফেলের দুটি কার্তুজ, দুটি হাতবোমা ও একটি রামদা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি