ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ২৪ সোনার বার উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১১ মে ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার হওয়া দুই কেজি ৭৪০ গ্রাম সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৭ লাখ টাকার বেশি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ৩নং ঘিবা এলাকার জোড়া ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে মেইন পিলার ২৩ হতে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে জোড়া ব্রিজর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের কাগজে মোড়ানো দুটি প্যাকেট তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আরিফুল হক।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি