ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১১ মে ২০১৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে শ্রমিকলীগ কর্মী মারা গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজর মামুদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে ও ভাঙ্গামোড় ইউনিয়ন নবগঠিত জাতীয় শ্রমিক লীগের সদস্য আব্দুল আউয়াল (২৩)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে,আব্দুল আউয়াল প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে বাড়ির পাশে দোকানে গিয়ে আড্ডা দিতে যান। হঠাৎ করে রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্মক আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। বৃষ্টি শেষে কয়েকজন লোক ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে দেখতে পান। পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আউয়ালকে উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ও জাতীয় শ্রমিকলীগের উপজেলা আহ্বায়ক মুকুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি