ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১১ মে ২০১৮

ময়মনসিংহের তারাকান্দার কাকনী এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ  শুক্রবার  দুপুর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী শ্যামল ছায়া পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার আরোহী মারা যান। দুজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও গৌরীপুর থানার পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।

টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি