ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

‘অভাবে’ দুই ব্যক্তির আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৩ মে ২০১৮ | আপডেট: ১২:৪৪, ১৩ মে ২০১৮

ঢাকার সাভারের পৃথক ঘটনায় দুই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তারা পারিবারিক অভাব অনটনে আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিরুলিয়ার কমলাপুর ও কাউন্দিয়া এলাকায় এ সব ঘটনা ঘটে।
আজ রোববার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভাবের তাড়নায় গতরাতে বিরুলিয়ার কমলাপুর গ্রামের রিকশাচালক চাঁন মিয়া (৪২) বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, কাউন্দিয়া এলাকায় অভাবের তাড়নায় দর্জি দোকানি আবদুল আলিম (৩২) ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় গণমাধ্যমকে বলেন, অভাবের তাড়নায় ওই দুই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারপরও আমরা তদন্ত করে দেখছি।
এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি