ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টাকার বস্তা ফেলে পালালো চোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১৩ মে ২০১৮

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে টাকা চুরির চেষ্টা করেছে মুখোশদারী এক চোর। গতকাল শনিবার রাতে চুরির চেষ্টা করে চোরটি। কিন্তু টাকা নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত নৈশপ্রহরীর ধাওয়া খেয়ে টাকার বস্তা ফেলে পালিয়ে যায় চোর।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সময়ের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে চুরির ঘটনা ও এক চোরকে দেখা গেছে। এখনো চোরের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে।

আবুশামা মো. ইকবাল হায়াত বলেন, মসজিদের মালখানার গ্রিল ও একটি সিন্দুক কেটে টাকা বস্তায় ভরে চোর। কিন্তু নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত নৈশপ্রহরীর ধাওয়া খেয়ে টাকার বস্তা ফেলে চোর পালিয়ে যায়।

গণনা করে ওই বস্তা থেকে ৮ লাখ ৪ হাজার ৯৮১ টাকা ছাড়াও কিছু স্বর্ণালংকার পাওয়া কথা জানান তিনি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার নরসুন্দা নদীর তীরে মসজিদটি অবস্থিত। এই মসজিদে দৈনিক প্রায় এক লাখ টাকা দান বাক্সে পড়ে। এর মধ্যে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও থাকে। এর আগে গত ৩১ মার্চ ৮৪ দিন পর মসজিদের চারটি দান বাক্স থেকে ৮৪ লাখ ৯২ হাজার ৪ টাকা পাওয়া যায়। দানের অর্থ ওই মসজিদ ও মসজিদ-সংলগ্ন এতিমখানার খরচ ছাড়াও বিভিন্ন মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি