ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৫:১৩, ১৪ মে ২০১৮

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে ১০ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি চট্টগ্রামের শিল্প গ্রুপ কবির স্টিলের (কেএসআরএম) মালিক মো. শাহজাহানের।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া জানান, ‘৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসে। অব্যবস্থাপনা ও হুড়োহুড়ির কারণে এ দুর্ঘটনা ঘটে। 
কেএসআরএম এর কর্মকর্তা মো. রফিক জানান, তাদের কোম্পানির পক্ষ থেকে প্রতি বছর রমজানের আগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আজ সকালে দু:স্থ-গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। এ সময় ইফতার সামগ্রী নিতে আসা লোকজনের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতে পদদলিত হয়ে ১০ জন নিহত হন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি