ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৫ মে ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হরিতলা নামক স্থানে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ঘে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি