ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কালবৈশাখীর ছোবল: ৩ হাজার পরিবারের ঠাঁই খোলা আকাশের নিচে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৫ মে ২০১৮ | আপডেট: ১৬:৫৪, ১৫ মে ২০১৮

কালবৈশাখীতে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে নেত্রকোনা জেলার ৩ হাজার পরিবারের। কালবৈশাখীতে বসতঘর তো গেছেই, সঙ্গে গেছে ঘরের আসবাবসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও। এমনকি অনেকের ঘোলার ধানসহ সব কিছুই নষ্ট হয়ে গেছে। তাই সবকিছু হারিয়ে তিন হাজার পরিবারের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে।

 

 

এদিকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করলেও এখন পর্যন্ত স্থানীয় কোনো প্রশাসনের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কাল বৈশাখীর ছোবলে নিঃস্ব হওয়া এসব মানুষগুলো। তাদের অভিযোগ, এখনো কোন জনপ্রতিনিধি বা স্থানীয় প্রশাসন তাদের সহায়তায় এগিয়ে আসেনি। তবে তাদের অভিযোগ নাকচ করে দিয়ে স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের নগদ টাকা ও চাল দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে কালবশৈাখীতে লণ্ডভণ্ড হয়ে যায় নেত্রকোনা সদর, আটপাড়া, বারহাট্টা ও র্পূবধলার অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা। ঘররে নিচে চাপা পড়ে মারা যায় একজন। আহত হয় আরও অন্তত ২৭ জন। এদিকে বৈশাখী তাণ্ডবের সঙ্গে শিলাবৃষ্টিতে ৯ হাজার হেক্টর জমির পাকা ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এদিকে খাবারের অভাবে দিশেহারা হয়ে পড়ছে সম্বলহারা সব মানুষজন।

জানা গেছে, কালবৈশাখী ঝড়ের পরই ক্ষতিগ্রস্তদের জন্য ১২ মেট্রিক টন চাল ও ৯ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একুশে টেলিভিশন/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি