ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার, কী বললেন ভোটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৫ মে ২০১৮ | আপডেট: ১৭:২০, ১৫ মে ২০১৮

আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে যখন প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল, তখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে খুলনা সিটি কর্পোরেশনের দুইটি কেন্দ্রে ইভিএমের ব্যবহার হয়েছে। এ নিয়ে ভোটাররা কী বলছে, এ নিয়ে আগ্রহ রয়েছে দেশবাসীর।

এরই ধারাবাহিকতায় ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার অভিজ্ঞতা র্বণনা করলনে ভোটাররা। খুলনা সিটি নির্বাচনে দুইটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে প্রবীণদের প্রথমে কিছুটা সমস্যা হয়েছে।

নগরীর পিটিআই কেন্দ্রে ইভিএমের ব্যবহার হয়েছে। এখানে ভোটার সংখ্যা ১ হাজার ৮৭৯। এখানকার ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম। এক তরুণ ভোটার জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে বেশি সময় লাগে না। এতে ভোট দিতে পেরে আমরা আনন্দিত।

নগরীর আরেকটি কেন্দ্র সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়। এই কেন্দ্রেও প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৯ । ভোটারদের সবাই নারী। এখানে ভোট দিতে আসা এক নারী জানান, ‘

জাতীয় পরচিয়পত্র বিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম জানান, ভোটাররা ইভিএমে ভোট দিতে পেরে খুব রোমাঞ্চিত। এখানে ভোট দিতে হলে নির্দিষ্ট ভোটারকেই আসতে হবে। তার আঙ্গুলে ছাপ ছাড়া ভোটগ্রহণ সম্ভব হবে না।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি