ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ১৭ মে ২০১৮

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের খালকুলা এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫) ও তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮) ও একই উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী রেনুকা খাতুন (৪০)।

আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বলেন, পিকআপ ভ্যানটি তাড়াশ থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল।পথে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।

চালক ও তার সহযোগীসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুল কাদের।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি