ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

২০ টাকায় চিকিৎসা নিতে গিয়ে লাশ হলেন যুবক [ভিডিও]   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১৭ মে ২০১৮

ভূয়া চিকিৎসকের কাছে নাকের অপারেশনে প্রাণ গেল এক যুবকের। সকালে মেহেরপুর সদরের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।   

ঘটনার পর থেকে হাতুড়ে ডাক্তার ফকরুজ্জামান ফুকু পলাতক রয়েছে। থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের সহায়তায় আরো জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।

মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সাইদুল, নাকের পলিপাসের চিকিৎসা করাতে যান পাশ্ববর্তী গ্রাম সদর উপজেলার আলমপুরের হাতুড়ে ডাক্তার ফকরুজ্জামান ফুকুর কাছে।

অপারেশনের মাধ্যমে নাকের এই চিকিৎসা খরচ লাগবে মাত্র ২০ টাকা- তা শুনে খটকা লাগে তার মা’র মনেও। শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়ি ফিরেছে সাইদুল।

স্বজনরা জানায়, ভূয়া ডাক্তার ফুকু রোগিকে অজ্ঞান করে নাকের পলিপাস অপারেশন করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে জ্ঞান না ফেরায় মেহেরপুর সদর হাসপাতালে নেয়া হলে, সেখানকার চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করে।

এমন মৃত্যুর ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছে না সাইদুলের পরিবার।

ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত ফকরুজ্জামান ফুকু’র কোন ডাক্তারি সদনই নেই। ক্লিনিক ও বাড়িতে তালা ঝুলিয়ে পরিবার নিয়ে পালিয়েছে ফুকু।

ভুয়া ডাক্তার ফুকু’কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচরের দাবি এলাকাবাসীর।

ভিডিও: 

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি