ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১৮ মে ২০১৮

চট্টগ্রাম নগরীর বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম হাবিব ওরফে প্রকাশ ওরফে মোটা হাবিব।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর এএসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিমতানুর রহমান জানান, কিছু মাদক ব্যবসায়ী বরিশাল কলোনিতে মাদক বিক্রির জন্য একত্রিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উদ্দেশে গুলি ছোড়লে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও তাদের পাল্টা গুলি ছোড়েন। পরে সেখানে দুই মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একে/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি