ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত  ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ১৮ মে ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় অস্ত্র, গুলিসহ প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর বেড়ীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।  

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার সাইদ মো. আব্দুল্লাহ আল মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। তবে পুলিশও নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

 টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি